শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
আন্তর্জাতিক নারী দিবসে নারীর সাইকেল র্যালী
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরশন ,, এ বছরের এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে আন্তর্জাতিক নারী দিবসে সাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৯ ই মার্চ নেটজ বাংলাদেশ সহযোগীতায় মানব কল্যাণ পরিষদ এমকেপি সোনারায় হাই স্কুলের কয়েক শত ছাত্রী নিয়ে আয়োজন করে। আন্তর্জাতিক নারী দিবসে সাইকেল র্যালীতে সোনারায় স্কুলের কয়েক শত
ছাত্রী অংশ গ্রহন করে। সকাল দশটায়
র্যালী শুরু করে সোনারায় স্কুল হতে শত শত ছাত্রী বাই সাইকেল করে ধরনীগঞ্জ বাজার থেকে ঘুরে স্কুলেএসে আলোচনা সভায় মিলিত হয়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ,থানা অফিসার ইনচার্চ মাহামুদ উন
নবী,এমকেপি সংস্থার কো-অর্ডিনেটর ইয়াছিন
আলী,নারী নেত্রী তৌহিদা জ্যোতি, স্কুলের প্রধান শিক্ষক রমনী কান্ত রায় প্রমুখ।আরো
ছিলেন উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বৃন্দ।