শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
অভয়নগরে ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন
নজরুল ইসলাম মল্লিক অভয়নগর (যশোর)
অভয়নগর উপজেলার ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ল্যাপটপ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, কল্যান ট্রাষ্টের সমাজ কল্যান সম্পাদক জাকির হোসেন হৃদয়, সদস্য রকিবুল ইসলাম রুবেল সহ সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো মাসুদ করিম।