বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
নীলফামারীতে বোরো ক্ষেতে মিলল শিশুর গলাকাটা মরদেহ
সত্যেন্দ্রনাথ রায় ঃ- ডোমার নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীতে শিহাব নামে (১২) বছর বয়সী এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনা রবিবার রাতে নীলফামারী সদর ইটাখোলা ইউনিয়নের সরকারের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহত শিহাব ঐ ইউনিয়নের এরশাদুল ইসলামের ছেলে।
জানাযায় (৪ মার্চ) শনিবার সেচ পাম্পের বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় শিহাব। এরপর পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়ীতে ব্যপক খোঁজাখুঁজি করে, সন্ধান না পেয়ে থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করেন মৃতের বাবা এরশাদুল ইসলাম।
রোববার রাত দশটার দিকে জেলা সদর বাইপাস সড়ক সরকার মোড় নামক এলাকার
এক বোরোধান খেতে ঐ শিশুর মরদেহের সন্ধান পাওয়া যায়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় রবিবার রাত সাড়ে নয় টার দিকে স্থানীয় টিভি মেকার হোসেন আলী নিজ বোরো জমিন খেতে পানি দিতেগেলে মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে, লাশের শুরতহাল, ময়নাতদন্ত কার্যক্রম চলছে বলে
নীলফামারী সদর থানা অফিসার ইনর্চাচ মুক্তারুল আলম নিশ্চিত করেন।