শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
নীলফামারীতে পনিতে পড়ে দুই শিশুর মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়ঃ- ,নীলফামারীঃপ্রতিনিধি
নীলফামারী জেলায় পৃথক দুই স্থানে পানিতে পরে ২ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার ২৪ ফেব্রুয়ারী বারোটার সময় সাজ্জাদ হোসেন (১৪) নামে এক ৮ ম শ্রেনীর স্কুল ছাত্র জলঢাকা তিস্তা ক্যানেলের পানিতে পরে মৃত্যুবরন করছে। সে পৌরসভা আদর্শপাড়া মাথাভাঙ্গা এলাকার আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাজায় বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে গোসল করতে গিয়ে তিস্তা ক্যানেলের পানিতে লাঁফদেয়। লাফ দেওয়ার পরে পানি থেকে আর ভেসে উঠেনি সে। পরে বন্ধুরা তাকে খুঁজে দ্রুত উপজেলা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত ডা.তাকে মৃত ঘোষণা করেন।
জলঢাকা পৌরসভা মেয়র ইলিয়াস হোসেন (বাবলু) মৃত্যুর বিষয় নিশ্চিত করেন,
জলঢাকা থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফন করার জন্য পরিবারের কাছে লাঁশ হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে নীলফামারী সদর টুপামারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মোরলের ডাংঙ্গা নামক স্থানে দুপুরে খেলতে গিয়ে টিউবওয়েল পানি পরার ঢালে (গর্তে)পড়ে আলী হোসেন নামে ১৪ মাস বয়সী এক শিশু মৃত্যু বরন করেছে। সে ঐ এলাকায় সামিউল ইসালামের ছেলে।
স্থানীয় সুত্র ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান শিশুর মা রান্নার কাজে ব্যস্ত থাকায় কখন যে খেলার ছলে শিশু টিউবওয়েল পানির ঢালে পড়েগেছে কেউ দেখতে পায়নি।ঢালের পানিতে মৃত ভেসে উঠার পড় দেখতে পায় লোকজন।
এমন মৃত্যুর ঘটনায় পরিবার গুলোতে নেমে এসেছে শোকের মাতম
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ মছিরত ফকির শাহ্ শিশু মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।