বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
ডোমার হরিনচড়া আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃপ্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে উপজেলা হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল দশটায় বাংলাদেশ আাওয়ামী লীগ সকল সহযোগী সংগঠন ১০ নং হরিনচড়া ইউনিয়ন শাখার আয়োজনে পরিষদ মাঠে বিএনপি জামাতের অগ্নিসংযোগ, সন্ত্রাস, অপপ্রচার ও দেশ বিরোধী ষরযন্ত্রের প্রতিবাদে ও মিথ্যাচার চিরতরে বন্ধ করতে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র দেশময় উন্নয়নের শান্তির বার্তা ছড়িয়ে দিতে এক শান্তি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য পেশ করেন উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রাসেল রানা,বিশেষ অতিথি
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খয়রুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আল মামুন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ চন্দ্র রায়,সাধারন সম্পাদক কালিপদ রায়, কার্যকারী সদস্য আজাদুল ইসলাম প্রমুখ।আরো ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী
বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ রায়।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেন,বিভিন্ন রাজনৈতিক কর্মসুচি পালন করা প্রতিটা নাগরিকের যেমন রাজনৈতিক অধিকার,তেমনি নিয়ম মেনে করতে দোষের কিছু নেই। শিষ্টাচার বহির্ভূত আমার এলাকায় কোন ব্যক্তি আইন বিরোধী পিকেটিং বা গাড়ি, বাড়ি, জ্বালাও পোড়াও এর মত ঘটনা ঘটায়,সেই ব্যক্তি চিহ্নিত হয় তাহলে আইনের মাধ্যমে সাজা তাকে পেতে হবে। তবে লক্ষ্যনীয় বিষয় ছিল অনুষ্ঠানে দলের নেতা কর্মিদের ব্যাপক
উপস্থিতি।অনুষ্ঠানে আসা উপস্থিতি ব্যক্তি বর্গ নতুন ভারপ্রাপ্ত সভাপতিকে উষ্ণ শুভেচ্ছা জানান।