শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
অসুস্থ্য সাবেক ফুটবলার শফির পাশে চট্রগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি
ক্রীড়া প্রতিবেদক হোসেন বাবলা:২৪ জানুয়ারি
চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি অসুস্থ সাবেক ফুটবলার মোহাম্মদ শফির পাশে দাঁড়িয়েছে।
গতকাল তার খোঁজখবর নিতে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে যান চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ। পরবর্তীতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি নিছার ঊদ্দীন মন্জু,সাধারণ সম্পাদক হাসান মুরাদ,অতিরিক্ত সাধারণ সম্পাদক মানু দত্ত,দপ্তর সম্পাদক নাছির উদ্দীন,সাংগঠনিক সম্পাদক লোকমান এবং নির্বাহী সদস্য মুজিবুল আলম চৌধুরী ও মোহাম্মদ ইকবাল।
এছাড়াও সাবেক ফুটবলার শফির পাশে এসে সহায়তা প্রদান করছেন মানবাধিকার সংস্থা, হালিশহর একাদশ ক্লাব,পতেংগা ফুটবল একাডেমি, সানফ্লাওয়ার ক্লাবের প্রাক্তণ ফুটবলারদের কয়েকজন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা তার পরিবারের খোঁজ খবর নেন, চিকিৎসা সেবা বিষয়ক তথ্য নিশ্চিত করেছেন।
সবাই দোয়া করবেন।