বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
নীলফামারীতে পুলিশ প্রশাসনের বুদ্ধিমত্তায় রক্ষা পেল সাম্প্রদায়িক সহিংসতা
নীলফামারী প্রতিনিধি ঃ- সত্যেন্দ্রনাথ রায়,
নীলফামারীতে পুলিশ প্রশাসনের বুদ্ধিমত্তায়
নির্ঘাত সাম্প্রদায়িক ও সহিংসতার হাত
থেকে রক্ষা পেল সৈয়দপুর উপজেলার খামাত মধুপুর ইউনিয়ন বাসী।
ঘটনা শুক্রবার ২০ শে জানুয়ারী সকাল নয়টার সময় সৈয়দপুর উপজেলার খামাত মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে ।
সৈয়দপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে এক গরু জবাই দিয়েছে মুসলিম এক ব্যক্তি। ঘটনা কারী একই ইউনিয়নের চৌধুরীপাড়া ৭ নং ওয়ার্ডের মৃত,(ডাকনাম সীতা) মামুদের ছেলে নুর ইসলাম। স্থানীয় সূত্রে জানাজায় একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সন্তোষ রায়ের ছেলে গৌরাংঙ্গ রায় কে একটি গরু আধি হিসেবে পুষতে দেন নূর ইসলাম। কিন্তু গরুটি রোগে আক্রান্ত হওয়ায় খবর দিলে
ঐ বাড়িতে সে আসে। গরুর স্বাস্থ্যের অবস্থা বেগতিক দেখে বাড়ির মালিকের স্ত্রীর কাছে একটি ছুরি
নিয়ে তাদের বাড়ির উঠানেই গরুটিকে জবাই দিয়ে দেন নূর ইসলাম। এমন ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। বাড়ির মালিক ও প্রতিবেশী সহ সাথেই ঘটনা কারীকে
আটক করে ফেলে।পরে ট্রিপল ৯৯৯ কল দিলে পুলিশ এসে উক্ত ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
পরবর্তিতে রাতেই এলাকাবাসী,স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের বুদ্ধিমত্তায় উভয়ের সমঝোতার মাধ্যমে আপোষ করে ঘটনা কারীকে ছেরে দেওয়া হয়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ও নীলফামারী জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার ও আপোষ মীমাংসা হয়েছে বলে নিশ্চিত করেন।
এ বিষয় কথা হলে নীলফামারী সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন সবপর্যায়ের ব্যক্তিদের সাথে কথা বলে আপোষ ও মিমাংসা করা হয়েছে।
এলাকার উত্তেজনা কর পরিস্থিতি এখন শান্ত পরিবেশ বিরাজ করায় এলাকার মানুষের মনে স্বস্তি আসায় পুলিশ প্রশাসন প্রশংসা কুরাচ্ছে।