বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
সিএমপির উদ্যােগে প্রতিরাতে দু:স্থদের মাঝে কম্বল বিতরণ।
ডেক্স নিউজঃ- সি এম পি মিডিয়া
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) প্রতিদিন রাতে নগরীতে দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করেছে। সোম ও মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন
সিএমপির নাইট পেট্রোল টিমের পুলিশ সদস্যরা। নগরীর জিইসি মোড়, লালখান বাজার, নিউমার্কেট, ২ নম্বর গেট, মুরাদপুর, কাজীর দেউড়িসহ বিভিন্ন এলাকায় কম্বলগুলো বিতরণ করা হয়।
গত কয়েক দিন ধরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এটি চলমান থাকবে।