শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
খেজুর গাছতলায় গাজীগঞ্জের হাট।
শিমুল হোসেন ঃ-মনিরামপুর যশোর
৫০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া সেই গাজীগঞ্জের হাট আবার চালু, নতুন প্রজন্মের চেষ্টায় বাজার আবার চালু হয়েছে,এলাকাবাসীর দাবি পুরনো দিনের ঐতিহ্য ধরে রাখতে আমাদের এই উদ্যোগ,
এলাবাসী বলেন যে আমরা অনেক ছোটবেলায় এ বাজারটা দেখেছি এবং এখন দেখছি আসলে আমাদের অনেক ভালোলাগছে বাজারটা চালু হয়েছে আমরা অনেক খুশি,বাজারের স্থানীয় দোকানদারগের বক্তবে এই কথা যে,
এলাকার মানুষের সবার দাবি যে বাজারটা যেন আবারো আগের মতন সেই জমজমাট অবস্থায় থাকে এবং এই বাজারটা যেন আবারও সকলে পরিশ্রমের মাধ্যমে বাজারটা ধরে রাখতে পারি,এতেই আমরা অনেক খুশি।
গাজীগঞ্জ নতুন বাজারে সব ধরনের শাকসবজি,মাছ,মাংস সহ সকল ধরনের মাল সামানা পাওয়া যায়,সল্পদামে।
গাজীগঞ্জ বাজার কমিটি থেকে বিষয়ট নিশ্চিত করেছেন।