শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তিঃ
গত ০৬/০১/২০২৩ খ্রিঃ তারিখ সিএমপির ইপিজেড থানাধীন পদ্মা অয়েল কোম্পানি লিঃ এর অধীন এলজে জেটির মূল গেইটের সামনে এয়ারপোর্ট থেকে সিমেন্টক্রসিংগামী পাকা রাস্তার উপর একজন অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ পাওয়া যায়। যার বয়স অনুমান ৬০ বছর, গায়ের রঙ শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি, মাথার চুল কালো, দাঁড়ি হালকা পাকা ও লম্বা। তার পা থেঁতলানো ও তাতে হাড়ভাঙ্গা জখম রয়েছে এবং প্রাথমিকভাবে তাকে মুসলিম হিসেবে শনাক্ত করা হয়েছে। কোন সুহৃদ ব্যক্তি উক্ত ব্যাক্তির পরিচয় নিশ্চিত হলে তাঁকে সিএমপির ইপিজেড থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ফোনঃ এস আই আশীষ কুমার দে-01815-484748
ডিউটি অফিসার – 01320052926