বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল’র প্রস্তুতি সভায় ডা: শাহাদাত হেসেন
প্রেস রিলিজ ঃ-
গণঅবস্থান গণঅভ্যুত্থানে রূপান্তরিত হবে
১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে গণ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক প্রস্তুতি
সভা আজ ১০ জানুয়ারী (মঙ্গলবার) দুপুর ১২ টায় নাসিমন ভবনস্থ দলীয়
কার্যালয়ে বিএনপির শ্রম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা:
শাহাদাত হেসেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ঘোষিত অবস্থান কর্মসূচি
আগামী কাল ১১ জানুয়ারী সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত এই
শান্তিপূর্ণ কর্মসূচি সিআরবিতে অনুষ্ঠিত হবে। জনতার উপস্থিতি গণ জোয়ার
সৃষ্টি হবে। এই গণজোয়ারকে ঠেকানোর জন্য সরকার অনেক ষড়যন্ত্রে লিপ্ত
রয়েছে। কিন্তু সেখানে সফল হবে না। জনগণ এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
জনতার গণজোয়ারে অবৈধ আওয়ামী সরকার ভেসে যাবে। ইতিমধ্যে সরকারের কাঁপন
শুরু হয়ে গেছে। অচিরেই সরকারের পতন অনিবার্য। দেশে আজ একটি দুর্ভিক্ষ
চলছে, মানুষ খুবই কষ্টে আছে। শ্রমজীবি মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে।
পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাওয়া এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে। এর থেকে
উত্তরণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভোটের ও গণতান্ত্রিক
অধিকার এবং গণ মানুষের বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করেই একমাত্র এই আন্দোলনের
লক্ষ্য।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম
বক্কর বলেন, আওয়ামীলীগ বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে
চায়। যার কারণ তাদের ভিতর একটি ভয় কাজ করছে। অবৈধভাবে ক্ষমতা দখল করে
মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের দাবী করে। স্বৈরচারী আচরণ করে
তাদের পতন ঠেকাতে চায়। জনগণ রাজপথে নামতে শুরু করেছে আর পতন ঠেকানো যাবে
না। শ্রমজীবি মানুষেরা আগামীকালকে গণঅবস্থানকে গণঅভ্যুত্থানে রূপান্তর
করার আহবান জানান। এই গণ আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন হবে
গণতন্ত্র মুক্তি পাবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় শ্রমজীবি
মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছে। যেভাবে কর্মহীন সেভাবে দ্রব্যমূল্যের
উর্ধ্বগতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ইতোমধ্য সরকার তেলের দাম
বৃদ্ধি করে যে হরিলুট শুরু করেছে তাতে মানুষ দিশেহারা। আবার শুরু করেছে
বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনজীবন বিপন্ন করে তুলেছে। আগামীকাল বুধবারের
গণ অবস্থান কর্মসূচি সফল করতে জাতীয়তাবাদী শ্রমিকদল সর্বাত্মকভাবে
প্রস্তুত।
এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয়তাবদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির
সহসভাপতি শহনেওয়াজ চৌধুরী, সি: যুগ্ম সম্পাদক এম এ বাতেন, গাজী আয়ুব আলী,
মো. হারুন, আনোয়ারুল আজিম সবুজ, সহ-সম্পাদক ইবরাহিম ফরাজী, আবুল কালাম,
সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর
সিদ্দিক, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, আইন
সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব,
সিনিয়র সদস্য হুমায়ুন কবীর, মো. সিরাজ, মো. বাহার মিয়া, পাহাড়তলী থানা
শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন মিন্টু, ডবলমুরিং থানা সভাপতি আবদুল
হান্নান, আকবর শাহ থানা সভাপতি মনির, সাধারণ সম্পাদক সুজন, পাহাড়তলী থানা
সাধারণ সম্পাদক আকবর, চট্টগ্রাম ওয়াসার মো. মানিক, বন্দর শ্রমিক নেতা মো.
আবদুর রউফ প্রমুখসহ বিভিন্ন থানা ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সভা শেষে
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ১ম সহসভাপতি মরহুম সামশুল আলমের মৃত্যুতে
শোক প্রস্তাব করে মহান আল্লাহ’র দরবারে সূরা ফাতেহা পাঠ করে মরহুমের
রূহের মাগফেরাত কামনা করা হয়। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ
সম্পাদক শেখ কাজী শেখ নরুল্লাহ বাহারের জন্য সুস্থতা কামনা করে দোয়া করা
হয়।