বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
শোক সংবাদ —
চট্টগ্রাম মঞ্চের লোহাগাডা প্রতিনিধি সাংবাদিক কাইছার হামিদের সহোদর দুই ভাই সহ নিহত-১৫ জন।
=================================
কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায় ট্রাক এবং ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ১৫ জন নিহত হয়।
শনিবার রাত পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত দুইজন সাংবাদিক কায়সার হামিদ এর দুই ছোট ভাই সাংবাদিক নীরব জসিম ও মাওলানা বেলাল উদ্দিন ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নীরব জসিম ও বেলাল উদ্দিন তাওরাতের নামাজের জানাযা ২২মার্চ রবিবার সকাল ১১টায় আজিজনগর উলুমেদ্বীনিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে মরহুমের বড় ভাই সাংবাদিক কাইছার হামিদ নিশ্চিত করেছেন।তাদের অকাল মৃত্যুর গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি । পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ।
এই দূর্ঘটনায় ১৫ জন নিহত হয় হয়েছে বলে নিশ্চিত করেছে লোহাগড়া থানা।