বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন(MSS) ঘোষণা!
তুষার দাশ প্রতিবেদকঃ
অাজ শুক্রবার বিকেলে ৫.০০টা সময় চট্টগ্রামমহানগরী বি টেক এলাকায় কান্ঠ্রলী হরি মন্দির পাশে মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন MS Sকমিটি ঘোষণা করা হয়, উক্ত কমিটির সদস্য তালিকা প্রকাশ পান।
আহ্বায়ক: মোঃ হেলাল উদ্দিন
সদস্য সচিব:সব্রত দাশ (মানবতার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা )
যুগ্ন আহ্বায়ক : মোঃ শফিকুল ইসলাম
সহ যুগ্ন আহ্বায়ক: মোঃ সেলিম
কার্যকরী সদস্য: মোঃ শাহীন, মোঃ সাগর, মোঃ আরিফ,লিটন কুমার নাথ,রাজু আহমেদ, শুভ দেবনাথ, মোঃ মাহবুব, মোঃ আজিজ, শ্যামল ত্রিপুরা, এডভোকেট সঞ্জয় চক্রবর্তী, মোঃ রাসেল,মিলন দাশ, সুশান্ত দাশ, সঞ্জয় দাশ, মঙ্গল সরকার,অনুপ রায়, সোহেল মজুমদার ,কমল কান্তি, নাথসহ প্রমুখ। মানবতা সংগঠন সদস্য সচিব সুব্রত দাশ জানান, এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।