শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচে সিএমপি চ্যাম্পিয়ন, রানার্স আপ ব্রাদার্স ইউনিয়ন
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে সিএমপি বনাম ব্রাদার্স ইউনিয়ন টি-২০ ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হবার কৃতি অর্জন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট দল।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে সিএমপি বনাম ব্রাদার্স ইউনিয়ন টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিশেষ অতিথি ছিলেন সাবেক চসিক মেয়র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি চ্যাম্পিয়ন সিএমপি ও রানার সাব ব্রাদার্স ইউনিয়নকে ট্রফি তুলে দেন।
আয়োজিত এই প্রীতি ম্যাচটিতে আরো উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ, প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ; উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল ওয়ারীশ সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা।