শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
বন্দর থানাধীন ধুমপাড়া সাগরপাড়, বেড়িবাঁধ সংলগ্ন রাসেল কলোনী, ইউনুছ জমিদার এর ভাড়াঘর থেকে গাজা উদ্ধার।
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
বাদী কিশোর মজুমদার,বন্দর থানা,সিএমপি,চট্টগ্রাম সংগীয় অফিসার সহ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন ধুমপাড়া সাগরপাড়, বেড়িবাঁধ সংলগ্ন রাসেল কলোনী, ইউনুছ জমিদার এর ভাড়াঘর হতে আসামী মোঃ সুমন শেখ মানিক (৩১)কে গ্রেফতার করেছে।
তার দেখানো ও বাহির করা, আসামীর ভাড়াঘরের শোকেস এর ড্রয়ার হইতে ০১ টি নীল রংয়ের পলিথিনের ব্যাগের ভিতরে রক্ষিত অবস্থায় ১ কেজি কথিত গাঁজা, যার মূল্য আনুমানিক ২৫,০০০/-টাকা ও গাঁজা বিক্রয়ের ১৯,১০০/-টাকা উদ্ধার করে ১৮-১১-২০২২ ইং তারিখ ৮ঃ৩৫ মিঃ জব্দ তালিকা মূলে জব্দ করেছে।
জানা গেছে, মোঃ সুমন শেখ মানিক (৩১), পিতা-ইলিয়াস শেখ, মাতা-কাজল বেগম, সাং-চন্দনপুর, জয়রাবাদ, থানা-অভয়নগর, জেলা-যশোর। বর্তমানে-ধুমপাড়া সাগরপাড়, বেড়িবাঁধ সংলগ্ন রাসেল কলোনী, ইউনুছ জমিদার এর ভাড়াঘর, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম ভাড়া থাকতো।
মোঃ সুমন শেখ প্রঃ মানিক (৩১) এর বিরুদ্ধে
এসআই/কিশোর মজুদার এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে বন্দর থানার মামলা নং-১০, তারিখ-১৮-১১-২০২২ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন,২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) রুজু করা হয়।
আসামীর বিরুদ্ধে আরো ০২ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন থানা সুত্রে।