বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ০২ কেজি গাঁজা সহ আটক ০২ জন
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
সিএমপি (ডিবি-পশ্চিম ও বন্দর ) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ -পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীরের তত্বাবধানে (স্পেশাল টিম) এর এস আই /মোঃ রাজীব হোসেন, এসআই/মোঃ রবিউল ইসলাম, এএসআই /মোঃ জাহিদুল হক, এএসআই / মোঃ তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ০৬/১০/২০২২ ইং চট্টগ্রামের হালিশহর থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে
মোঃ নুরুন নবী প্রঃ সোহেল রানা প্রঃ রানা (৩০) ও
আব্দুর রহিম প্রঃ বাবু (২৫) দেরকে ০২ কেজি গাঁজা সহ আটক করেছে।