বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সদরঘাট থানার উদ্যোগে থানা কম্পাউন্ডে সিটিজেনস্ ফোরাম কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। অর্থনীতিতে ফিশারিজ ডিপার্টমেন্টের অবদানের সুযোগ রয়েছে -সিভাসু উপাচার্য পতেঙ্গায় পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হালিশহরের প্রস্তুতি ফুটবল ম্যাচে অনুর্ধ্ব -১৫ টিম জিতেছে নওয়াপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত।  চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ জন সদস্য গ্রেফতার ৪ টি মোটরসাইকেল উদ্ধার অভয়নগরে আরাফাত রহমান কোকো স্বৃগি ফুটবল ট্রুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  অভয়নগরে বিএনপি নেতা ফ,ম মোশাররফ হোসেন এর ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত।  জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না -ধর্ম উপদেষ্টা

উড়বে পতাকা” নব প্রজন্মকে উজ্জীবিত করবে।

 

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে
স্বল্পদৈঘ’ চলচ্চিত্র “উড়বে পতাকা” নব প্রজন্মকে উজ্জীবিত করবে
————————————————————————
বিনোদন ডেক্সঃ ৫মার্চ

গত ২মার্চ’ চটগ্রাম চলচ্চিত্র কেন্দ্র নিবেদিত স্বল্পদৈঘ’ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদশ’নী সন্ধ্যা ৭টায় এক প্রানবন্ত আলোচনা সভার মাধ্যমে বিপুল সংখ্যক দশ’ক উপস্থিতির মাধ্যমে থিয়েটার ইনিস্টিটিউট হলে প্রদশি’ত হয়।
চট্রগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি শৈবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় কেন্দ্রের কোষাধ্যক্ষ মিজানুর রহমান উপস্থিত অতিথিবৃন্দদের এবং উপস্থিত দশ’কদেরকে কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানান, দুই পরিচালকের পক্ষ্যে ভুমিকা বক্তব্য রাখেন কেন্দ্রের সাধারন সম্পাদক লোকপ্রিয় বড়ুয়া। তিনি উড়বে পতাকা চলচ্চিত্রের শুরু থেকে নিমা’ণ সমাপ্তি বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
তিনি চট্রগ্রাম চলচ্চিত্র কেন্দ্র থেকে গনপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের কাছে দাবী উত্থাপন করে বলেন; চট্রগ্রামে যেন চলচ্চিত্র নিমা’তাদের জন্য ছায়াছবি নিমা’ণের একটি স্থায়ী স্টুডিও এবং আকা’ইভ নিমা’ণ করা হয় এবং এ ব্যাপারে মঞ্চে উপস্থিত প্রতিষ্টিত সাংবাদিকবৃন্দদের লেখনীর মাধ্যমে ন্যায্য দাবী আদায়ের জন্য সহযোগিতা করার আহবান জানান। সভার এবং “উড়বে পতাকা” চলচ্চিত্রের শুভ উদ্বোধন ঘোষনা করে বক্তব্য রাখেন; বিশিষ্ট কবি,সাংবাদিক দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহযোগি সম্পাদক কামরুল হাসান বাদল।
তিনি বলেন; উড়বে পতাকা স্বল্পদৈঘে’র সিনেমা হলেও বত’মান প্রেক্ষাপটে একটি বলিষ্ট পদক্ষেপ। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে দেশীয় এবং আন্তজা’তিক ষঢ়যন্ত্রকারীদের অপতৎপরতায় কোমলমতি শিশু কিশোররা বঙ্গবন্ধুকে ভূলে যেতে বসেছিল। এই সিনেমায় একটি ছোট্ট মেয়ে জাতির জনককে হ্নদয়ে ধারন করতে পেরে গোটা বাঙালি জাতির কাছে লাল সবুজের পতাকা উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষি’কীতে শ্রদ্ধা জানানোর যে বাতা’ পৌঁছে দেয় তা অত্যন্ত প্রশংসার দাবী রাখে। তিনি ছবির পরিচালক লোকপ্রিয় বড়ুয়া ও মোঃ কামালকে অভিনন্দন জ্ঞাপন করেন।

প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী দৈনিক আজাদীর চিফ রিপোটা’র লায়ন হাসান আকবর তার বক্তব্যে বলেন; আমি চট্রগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের বিগত দিনের কম’কান্ডকে সম্নানের চোঁখে দেখি। উড়বে পতাকা সিনেমার সুন্দর কাহিনী এবং সফল নিমা’ণের জন্য পরিচালকদ্বয়ের প্রশংসা করেন। তিনি আরও বলেন; বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতার ডাক এবং অনেক ত্যাগের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধ সফলভাবে সম্পন্ন হয়েছিল বলেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং এভাবে মহান নেতার জীবন আদশ’ নিয়ে ছায়াছবি নিমা’ণ করতে পারছি। তিনি চটগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আগামী পথচলায় দৈনিক আজাদী ও লায়ন্স ক্লাবের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

পরিশেষে সভাপতি শৈবাল চৌধুরী উপস্থিত অতিথিবৃন্দদের এবং উপস্থিত দশ’কদের উদ্দ্যেশে চট্রগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের বিগত দিনের কিছু উল্লেখ্যযোগ্য সাহসী পদক্ষেপ এবং সদ্য নিমি’ত “উড়বে পতাকা” নিয়ে আলোকপাত করেন। তিনি আরও বলেন, চট্রগ্রামসহ সারা দেশে যখন প্রায় সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেল তখন কিছু উদ্যেক্তা সিনে কমপ্লেক্স নিমা’ণ করে চলচ্চিত্রকমী’, নিমা’তা ও চলচ্চিত্রপ্রেমী দশ’কদের জন্য সুখবর বয়ে এনেছে।

সভাপতির বক্তব্যের পর উড়বে পতাকা চলচ্চিত্রের অভিনয় শিল্পী এবং কলাকুশলীরা পতাকা উড়িয়ে দশ’কদের সাথে পরিচিত হন।

উল্লেখ্য যে, সভার শুরুতে প্রধান অতিথি, উদ্বোধক, সভাপতি এবং উড়বে পতাকা’র পরিচালক মোঃ কামাল ও লোকপ্রিয় বড়ুয়াকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রের উপদেষ্টা দিপক চৌধুরী এবং কায’নিবা’হী সদস্য ফারুক আহমদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com