শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
৪ হাজার পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে ডিবি।
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম ও বন্দর ) মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ -পুলিশ কমিশনার, মোহাম্মদ সামীম কবীর এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানার নেতৃত্বে (স্পেশাল টিম), এস আই /মোঃ রাজীব হোসেন,এসআই/মোঃ রবিউল ইসলাম, এএসআই /মোঃ জাহিদুল হক,
এএসআই / মোঃ তাজুল ইসলাম, এএসআই / রনি মজুমদার ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন , বিআরটিসি বাস কাউন্টারের সামনে হতে
জাহেদুল আলম ও মোহাম্মদ ফরমানু উল্লাকে ২২/০৮/২০২২ খ্রিঃ ৪০০০ ( চার হাজার) পিস ইয়াবা সহ আটক করা হয়।
জাহেদুল আলম(৩১), পিতা- আলী আহমদ, মাতা- মোরশেদা বেগম, সাং- আলী আহমদের বাড়ি, চরম্বা, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম
মোহাম্মদ ফরমানু উল্লা(২৪), পিতা – জালাল আহমদ, মাতা- রৌশনা আকতার, সাং- শফিকুর রহমান পাড়া, ৩০৯ নং দক্ষিণ হাঙ্গর মৌজা, থানা- সদর, জেলা-বান্দরবান। বলে জানিয়েছেন সিএমপি মিডিয়া