বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সদরঘাট থানার উদ্যোগে থানা কম্পাউন্ডে সিটিজেনস্ ফোরাম কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। অর্থনীতিতে ফিশারিজ ডিপার্টমেন্টের অবদানের সুযোগ রয়েছে -সিভাসু উপাচার্য পতেঙ্গায় পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হালিশহরের প্রস্তুতি ফুটবল ম্যাচে অনুর্ধ্ব -১৫ টিম জিতেছে নওয়াপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত।  চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ জন সদস্য গ্রেফতার ৪ টি মোটরসাইকেল উদ্ধার অভয়নগরে আরাফাত রহমান কোকো স্বৃগি ফুটবল ট্রুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  অভয়নগরে বিএনপি নেতা ফ,ম মোশাররফ হোসেন এর ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত।  জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না -ধর্ম উপদেষ্টা

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ‘শুভ জন্মাষ্টমী’ ২০২২ উপলক্ষ্যে নিরাপত্তা সভা অনুষ্ঠিত।

 

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ‘শুভ জন্মাষ্টমী’ ২০২২ উপলক্ষ্যে নিরাপত্তা সভা অনুষ্ঠিত।

 

ডেক্স নিউজঃ-

আজ ০৮ আগস্ট, ২০২২ খ্রিঃ দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স হলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ‘শুভ জন্মাষ্টমী’ ২০২২ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)। সভায় শুভ জন্মাষ্টমী ২০২২ সুষ্ঠু ভাবে উদযাপনের লক্ষ্যে সরকারি বিভিন্ন দায়িত্বশীল সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ‘শুভ জন্মাষ্টমী’ উৎসব ২০২২ উপলক্ষ্যে নিরাপত্তা পরামর্শঃ

# জন্মাষ্টমী শোভাযাত্রা নির্দিষ্ট সময়ে শুরু এবং সমাপ্ত করা;
# জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে মাঝপথে প্রবেশ নিয়ন্ত্রণ করা;
# জন্মাষ্টমী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ব্যাগ/পোটলা বহন হতে রিরত থাকা;
# সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু দেখলে সাথে সাথে নিকটস্থ পুলিশকে অবহিত করা;
# র‌্যালী শুরুর প্রারম্ভে র‌্যালীতে অংশগ্রহনকারী ব্যক্তিগণের পরিচয় নিশ্চিত হয়ে র‌্যালীর যাত্রা শুরু করা;
# জন্মাষ্টমী অনুষ্ঠান চলাকালে সকল ধর্মের প্রতি সম্মান রেখে অনুষ্ঠান পরিচালনা করা;
# নামাজ ও আযানের সময় মাইক/লাউড স্পিকার বাজানো হতে বিরত থাকা;
# সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার-প্রচারণা হতে সতর্ক/বিরত থাকা;
# রাস্তায় যান চলাচলের প্রতি দৃষ্টি রেখে জন্মাষ্টমী শোভাযাত্রা পরিচালনা করা;
# হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর, আর্চওয়ে, সিসি ক্যামেরা স্থাপন করা;
# শোভাযাত্রার রুটসহ পূজা মন্ডপের সমস্ত কার্যক্রম ক্যামেরায় ধারণের ব্যবস্থা গ্রহন করা;
# ফায়ার সার্ভিস, বিদ্যুৎ অফিস, হাসপাতাল সহ জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানের ফোন ও মোবাইল নম্বর সংরক্ষণ করা;
# বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর প্রস্তুত রাখা;
# অনুষ্ঠানস্থলে বিদ্যুতের সংযোগসমূহ ঠিক আছে কিনা, তা অনুষ্ঠানের পূর্বেই পরীক্ষা করা;
# সার্বক্ষনিক একজন ইলেকট্রিশিয়ান নিয়োগ করা;
# ফায়ার এক্সটিংগুইসার এর ব্যবস্থা রাখা;
# হটলাইন নম্বর ও পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের নম্বর সম্বলিত ব্যানার প্রতিটি মন্দিরে স্থাপন করা;
# প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ;
# মোবাইল নম্বরসহ স্বেচ্ছাসেবকদের নামের তালিকা সংরক্ষণ এবং সংশ্লিষ্ট থানায় প্রেরণ;
# স্বেচ্ছাসেবকদের পরিচিতির জন্য নির্ধারিত পোষাক/আর্ম-ব্যান্ড ও পরিচিতি কার্ড গলায় ঝুলিয়ে রাখা;
# স্বেচ্ছাসেবকগণ স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের টেলিফোন/ মোবাইল নম্বর সংরক্ষণ করবে।
# শোভাযাত্রায় আগত মহিলাদের উত্যক্ত/ইভটিজিং ইত্যাদি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
# মন্দিরে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমন পথের ব্যবস্থা রাখা;
# মহিলা পুলিশ কর্তৃক তল্লাশীকালীন সময়ে পুলিশকে সহায়তা প্রদান;
# নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করা;

# জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে উচ্ছৃঙ্খল আচরণ করা থেকে বিরত থাকা;
# যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনার সংবাদ দ্রুততার সাথে পুলিশকে অবহিত করা;
# পূজামন্ডপ ও এর আশপাশ এলাকায় নিরাপত্তার স্বার্থে কোন প্রকার ব্যাগ, ব্যাগ সদৃশ্য বস্তু, টিফিন বক্স, ফ্ল্যাক্স, প্রেসার কুকার ও দাহ্য পদার্থ ইত্যাদি নিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা এবং তল্লাশী ব্যবস্থা করা;
# আতশবাজি, পটকা, ফুটানো থেকে বিরত থাকা।


জরুরী প্রয়োজনে

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)ঃ ০১৩২০-০৫২৫৫০
উপ-পুলিশ কমিশনার (উত্তর) ঃ ০১৩২০-০৫২৪০০
অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা ঃ ০১৩২০-০৫২৫৯৩
অফিসার ইনচার্জ, চান্দগাঁও থানা ঃ ০১৩২০-০৫২৪৪৩
অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা ঃ ০১৩২০-০৫২৬২০
অফিসার ইনচার্জ, পাঁচলাইশ থানা ঃ ০১৩২০-০৫২৪৭০
অফিসার ইনচার্জ, চকবাজার থানা ঃ ০১৩২০-০৫২৬৪৭
অফিসার ইনচার্জ, খুলশী থানা ঃ ০১৩২০-০৫২৪৯৭
অফিসার ইনচার্জ, সদরঘাট থানা ঃ ০১৩২০-০৫২৬৭৪
অফিসার ইনচার্জ, বায়েজীদ থানা ঃ ০১৩২০-০৫২৫২৪
উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) ঃ ০১৩২০-০৫২৭০০
উপ-পুলিশ কমিশনার (বন্দর) ঃ ০১৩২০-০৫২৮৫০
অফিসার ইনচার্জ, ডবলমুরিং থানা ঃ ০১৩২০-০৫২৭৪৩
অফিসার ইনচার্জ, ইপিজেড থানা ঃ ০১৩২০-০৫২৯২০
অফিসার ইনচার্জ, হালিশহর থানা ঃ ০১৩২০-০৫২৭৭০
অফিসার ইনচার্জ, বন্দর থানা ঃ ০১৩২০-০৫২৮৯৩
অফিসার ইনচার্জ, পাহাড়তলী থানা ঃ ০১৩২০-০৫২৭৯৭
অফিসার ইনচার্জ, পতেঙ্গা থানা ঃ ০১৩২০-০৫২৯৪৭
অফিসার ইনচার্জ, আকবরশাহ্ থানা ঃ ০১৩২০-০৫২৮২৪
অফিসার ইনচার্জ, কর্ণফুলী থানা ঃ ০১৩২০-০৫২৯৭৪

জরুরী সেবাঃ ৯৯৯

ফায়ার সার্ভিস হটলাইনঃ ১৬১৬৩

পুলিশ কন্ট্রোল রুমঃ
ফোনঃ ৬৩০৩৫২, ৬৩০৩৭৫, ৬৩৯০২২
মোবাইলঃ ০১৬৭৬-১২৩৪৫৬, ০১৬৭৯-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৯৮,
সিএমপি হটলাইনঃ ০১৩২০-০৫৭৯৯৯,
ট্রাফিক কন্ট্রোল রুমঃ ফোনঃ ৬১৯৮৮০,মোবাইলঃ ০১৯১৯-৯১১৯১১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com