বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
বন্দর থানাধীন ৫ নং গেইট এর বিপরীতে রেললাইনের পাশে ড্রেনের মধ্যে লাশ
বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড বন্দর ৫ নং জেটি গেইট সম্মুখ সড়কের বিপরীতে ড্রেনের মধ্যে
মোঃ জাকির হোসেন (৩৬)
পিতা- মোঃ হাবিবুর রহমান
মাতা- ডলি বেগম
সাং- মধুসুদন পুর,তাকিয়া বাড়ি।
থানা- কবির হাট।
জেলা- নোয়াখালী।
বন্দর থানাধীন ইশান মিস্ত্রীর হাট মিষ্টিমুখের বিপরীতে হাসানের ভাড়াঘরে থাকতো এর লাশ পাওয়া যায়। লাশ পাওয়ার খবর পেয়ে মৃত জাকির হোসেনের স্ত্রী লাশ সনাক্ত করেন এবং পুলিশকে জানান যে, তার স্বামী ২৯/৬/২০২২ইং ৮.৩০মিঃ সময় বন্দর থেকে ২০ বিশ হাজার টাকা নিয়ে বাসায় ফেরার পথে আর বাসায় ফিরে আসেনি।তিনি লরির একজন চালক ছিলেন বলে জানা গেছে।
এই ব্যাপারে সিএমপি বন্দর থানায় গত ৩০/৬/২০২২ ইং তারিখে মৃতের স্ত্রী ফাম্মি বেগম একটি নিখোজ ডায়রী করেন। নিখোজ ডায়রী নং ১৬৯০।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।