শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
৪০ নম্বর ওয়ার্ডের এ ইউনিট বিএনপি’র সদস্য ফরম পূরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য পুরন কর্মসূচি অনুষ্ঠান চট্টগ্রাম মুন ভিউ টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
সদস্য ফরম পুরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
এরশাদ উল্লাহ,(আহ্বায়ক) মোঃ মিয়া ভোলা, (যুগ্ন আহবায়ক মহানগর কমিটি)
হাজী মোঃ মজিবুল হক, ( সদস্য সাংগঠনিক পুনঃগঠন কমিটি)
নিয়াজ খান,( সদস্য সাংগঠনিক পুনঃগঠন কমিটি)
ডাক্তার নুরুল আফসার ( সভাপতি পতেঙ্গা থানা) শাহাবুদ্দিন ( সাধারণ সম্পাদক পতেঙ্গা থানা ) মোঃ হারুন ( সভাপতি 40 নম্বর ওয়ার্ড )
মনজুর কাদের সাধারণ ( সম্পাদক 40 নম্বর ওয়ার্ড ) মোহাম্মদ ইউসুফ, জসীমউদ্দীন, মোহাম্মদ সেলিম, রেজাউল, আব্দুল হাকিম, মনির হাসান, সফি, আশরাফ, লোকমান,গিয়াস উদ্দিন প্রমূখ
এ সময়ে উপস্থিত নেতারা বলেন, বর্তমানে দ্রব্য মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে অবিলম্বে নিত্য প্রয়োজনীয় মাল জিনিসের দাম কমাতে হবে, নির্দলিয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার অধিনে নির্বাচন দিতে হবে।