শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  অভয়নগরে বিএনপি নেতা ফ,ম মোশাররফ হোসেন এর ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত।  জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না -ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম ৩৮ নং ওয়ার্ড কলসি দীঘির পাড় শাখা জিয়া জাগরণ পরিষদ এর শুভ উদ্ভোধন আলোচিত জসিম উদ্দিন হত্যামামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ। বাঙ্গালি জাতি মুক্তির জন্য যে সংগ্রাম করেছিল তা ইতিহাসে সংরক্ষণ করতে হবে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে বিজয় দিবস উদযাপিত খাগড়াছড়িতে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত চোরাই তেল ক্রয়-বিক্রয় ও ডিবি পুলিশের ক্যাশিয়ার পরিচয়ে আলি গ্রেফতার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৭৫.২৫ কোটি টাকার চেক মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর।

সিএমপি ডিবি পুলিশের অভিযানে ৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার আটক – ৩

 

সিএমপি ডিবি কর্তৃক ৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার ও ০৩ জন আটক

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

সিএমপি ডিবি’র উপ পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ জহিরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক আরিফুর রহমানের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর টিম-৩৪ গত ইং ১৩/০৫/২০২২খ্রিঃ তারিখ ১৬:০৫ ঘটিকায় ডবলমুরিং থানাধীন ডিটি রোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালানা করে মোঃ ইসমাইল – প্রঃ মগা বৈদ্য, মোঃ জয়নাল আবেদীন ও রুপন চাকমা প্রঃ শ্যামল কে গ্রেফতার করেছে ডিবি।

তাদের কাছ থেকে   ০১ (এক)টি কাঁচের জারে বায়ুরোধক অবস্থায় রক্ষিত আমদানীনিষিদ্ধ কথিত কোবরা সাপের বিষ জব্দ করেন, যার আনুমানিক বাজারমূল্য ৫,০০,০০,০০০/- (পাঁচ কোটি টাকা)।

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে পরস্পর যোগসাজশে আমদানী নিষিদ্ধ কোবরা সাপের বিষ অবৈধ পথে বাংলাদেশে আনায়ন করেন এবং বিপুল পরিমান আর্থিক লেনদেন করে লাভবান হওয়ার চেষ্টা করেন। তাছাড়াও তাদের নিকট হতে সাধারন মানুষের সাথে প্রতারনার উপকরন হিসাবে ঝাড়ফুক/তন্ত্র/মন্ত্র ও বৈদ্যালি বিষয়ক উপকরণ জব্দ করা হয়।


মোঃ ইসমাইল – প্রঃ মগা বৈদ্য (৩৫), পিতা-মৃত হানিফ, স্ত্রী-শিল্পি আক্তার, মাতা-আয়েশা খাতুন, সাং-ভাটিরটেক, হালদার বাড়ী, পোঃ ধর্মপুর হাজির হাট, ৬নং ওয়ার্ড, থানা নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী, বর্তমানে-ডিটি রোড, সিটি ব্যাংকের পাশে, ছেনোয়ারা বর্ডিং সংলগ্ন, কামাল সাহেবের বাড়ী, মোজাম্মেল হক এর ভাড়াঘর, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম,

মোঃ জয়নাল আবেদীন (৫৫), পিতা-মৃত বজলুর রহমান, স্ত্রী-সাহারা খাতুন, মাতা-মৃত ফুলমতি বেগম, সাং রায়গোবিন্দপুর, উত্তর বাড়ী, দীঘির পশ্চিম কোণা, ৫নং ওয়ার্ড, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, বর্তমানে পাহাড়তলী বাজার, সিটি ব্যাংকের পাশে, ছেনোয়ারা বর্ডিং সংলগ্ন, কামাল সাহেবের বাড়ী, খুরশিদ জমিদারের ভাড়াঘর, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম,

রুপন চাকমা প্রঃ শ্যামল (৪২), পিতা-পূতি চাকমা, স্ত্রী-সোমা চাকমা, মাতা-রম্বা চাকমা, সাং-রাঙ্গাপানিচরা, পোঃ মেরু বাজার, ৪নং ইউনিয়ন, থানা দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি, বর্তমানে-শেরশাহ, মিনারের পাশে, মমিনের ভাড়া ঘর, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম। বলে জানিয়েছেন ডিবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com