শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আলোচিত জসিম উদ্দিন হত্যামামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ। বাঙ্গালি জাতি মুক্তির জন্য যে সংগ্রাম করেছিল তা ইতিহাসে সংরক্ষণ করতে হবে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে বিজয় দিবস উদযাপিত খাগড়াছড়িতে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত চোরাই তেল ক্রয়-বিক্রয় ও ডিবি পুলিশের ক্যাশিয়ার পরিচয়ে আলি গ্রেফতার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৭৫.২৫ কোটি টাকার চেক মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর। হযরত আব্দুল কাদের জ্বিলানী (রহঃ) সুন্নিয়া ফ্রি ফোরকানিয়া মাদ্রাসার উদ্ভোধন দক্ষিণ হালিশহর আকমল আলী সমূদ্র ঘাটে আগুনে পুড়েছে ৩৫ দোকান ঘর পাহাড়তলী থানার অভিযানে একটি দোনলা বন্দুকসহ দুইজন সন্ত্রাসী গ্রেফতার। সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

গণধর্ষণের ঘটনা সংঘটনের ৭ ঘণ্টার মধ্যে অজ্ঞাতনামা আসামিদের কে সনাক্ত করে গ্রেফতার।

 

আকবরশাহ থানা এলাকায় গণধর্ষণের ঘটনা সংঘটনের ৭ ঘণ্টার মধ্যে অজ্ঞাতনামা আসামিদের কে সনাক্ত করে গ্রেফতার।

ডেক্স নিউজঃ-

ভিকটিম ২২ বৎসর বয়সে তরুণী। পরিবারের সাথে রাগ করে কুমিল্লা জেলা হতে চট্টগ্রামে আসে। পরবর্তীতে ভিকটিম কুমিল্লা ফেরত যাওয়ার চেষ্টা করলেও টাকা না থাকায় ট্রেন যোগে যেতে না পারায় রেললাইনের পাশ দিয়া পায়ে হেটে ০৭/০৫/২০২২খ্রিঃ তারিখ সকাল অনুমান ১১:৩০ ঘটিকার সময় সিএমপি’র আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকাস্থ এনআর স্টীল মিলস সংলগ্ন মীর আউলিয়া মাজারের উত্তর পার্শ্বে একটি ঘরের সামনে ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় বসে থাকে|

তখন ০১ জন অজ্ঞাতনামা ব্যক্তি ভিকটিমকে তার বাড়ীতে তার পিতা-মাতার সাথে রাখবে এবং তাকে কাজ দিবে বলে। সেই সময় অপর ০২ জন অজ্ঞাতনামা ব্যক্তি সেইখানে আসে। তারপর ঐ ০৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি ভিকটিমকে সেখান থেকে পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশে দেওয়ালে ঘেরা একটি নির্জন নির্মাণাধীন বাড়ীর ভিতরে নিয়ে তাকে মারধর করতঃ জোরপূর্বক আসামীরা একাধিকবার পালাক্রমে ধর্ষণ করে।

সংবাদ প্রাপ্ত হয়ে থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার পূর্বক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী সাক্ষী ও ভিকটিমের বর্ণনা মতে আসামীদের শনাক্ত করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে

মোঃ আরিফুল ইসলাম আরিফ(২৩) কে ০৭/০৫/২০২২খ্রিঃ তারিখ ৫.৩০ টার সময় সিএমপির আকবরশাহ থানাধীন জঙ্গল লতিফপুর পাহাড়ি এলাকা থেকে ও মোঃ নয়ন(২৯) কে ০৭/৫/২০২২ তারিখ ৭.৩০ মিঃ সময় সিএমপির আকবরশাহ থানাধীন পাকা রাস্তার মাথা এলাকা থেকে এবং আব্দুল লতিফ (২২) কে ০৭/০৫/২০২২ তারিখ ৯.৪০ টার সময় সিএমপির বন্দর থানাধীন পিসি রোড, নিমতলা এলাকায় হইতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পরবর্তীতে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করে।

মোঃ নয়ন ও মোঃ আরিফুল ইসলাম আরিফ গতবছর কোতোয়ালি থানার একই অপরাধ প্রক্রিয়ার ঘটনায় তথা অপহরণ, মুক্তিপণ আদায়,ধর্ষণের ঘটনার মামলায় গ্রেপ্তার হয়ে জামিনপ্রাপ্ত হয়।

মোঃ নয়ন(২৯), পিতা-সাইফুদ্দিন প্রকাশ সাইফুল মিস্ত্রি, মাতা-মুন্নি বেগম, সাং-কদুর খিল, চমদ আলীর বাড়ী, ডাকঘর-পশ্চিম কদুর খিল, ওয়ার্ড নং-০১, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- মীর আউলিয়া, মাজার রোড, বড় মাঠের পার্শ্বে, শাহাদতের বাড়ী, শাপলা আবাসিক এলাকা, থানা- আকবরশাহ্, জেলা-চট্টগ্রাম।

মোঃ আরিফুল ইসলাম আরিফ(২৩), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-নাজমা আক্তার, সাং-দক্ষিণ শ্রীহাশ্বর, ৭নং যোজ্ঞা ইউপি, হাজী তাজুল ইসলামের বাড়ী, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, বর্তমানে- মীর আউলিয়া, এন.আর স্টীল, আবুল হোসেনের বাড়ী, রেললাইনের পার্শ্বে, থানা- আকবরশাহ্, জেলা-চট্টগ্রাম।

মোঃ আব্দুল লতিফ(২২), পিতা- মোঃ সোলাইমান, মাতা-রিনা আক্তার, সাং-নরিমপর, আলী আকবরের বাড়ী, ৮নং চিতশি ইউপি, পোষ্ট-নরিমপুর বাজার, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমানে-কর্নেল হাট, সিডিএ ৩নং রোড, দিদারের ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com