শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ ‘।।
মোঃ আরসাদ আলীর তথ্য ও চিত্রে ঃঃ-
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরীর অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ ‘।
শনিবার (৩০ এপ্রিল) বিকেলে চকবাজার এলাকার ল্যাবরেটরি স্কুলের সামনে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ (দক্ষিণ ) কমিশনার আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তাফা টিনু।
‘অপ্রতিরোধ্য বাংলাদেশ ‘এর সভাপতি আদনান এলাহি তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক ইয়াসির আরাফাত কচি, সাংবাদিক ওয়াহিদ জামান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নুর নবী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আবু মোহাম্মদ আরিফ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ সভাপতি খালেদ মাহমুদ চৌধুরী টুটুল, চকবাজার থানা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন সাজিদ,চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের উপ- ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে সরকারি পৃষ্ঠপোষকতা যেমন দরকার তেমনিভাবে সামাজিক সংগঠনের কার্যকর কর্মসূচি প্রয়োজন। ঈদের মতো একটি উৎসবকে প্রাণবন্ত করতে সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের উদযাপন মুখ্য ভুমিকা রাখে। ইসলামের শিক্ষাও গরীব দুঃস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ বার্তা ছড়িয়ে দেয়ার মধ্যেই প্রকৃত ইবাদত । ‘
অনুষ্ঠানে ২০০ অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদের উপহার তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত, করোনাকালে অপ্রতিরোধ্য বাংলাদেশ সংগঠনের চিকিৎসা সহায়তা, কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরনের মতো মানবিক উদ্দ্যেগ সকল মহলে প্রশংসা কুড়িয়েছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ ‘ নগরীর অন্যতম সামাজিক সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে।