শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আলোচিত জসিম উদ্দিন হত্যামামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ। বাঙ্গালি জাতি মুক্তির জন্য যে সংগ্রাম করেছিল তা ইতিহাসে সংরক্ষণ করতে হবে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে বিজয় দিবস উদযাপিত খাগড়াছড়িতে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত চোরাই তেল ক্রয়-বিক্রয় ও ডিবি পুলিশের ক্যাশিয়ার পরিচয়ে আলি গ্রেফতার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৭৫.২৫ কোটি টাকার চেক মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর। হযরত আব্দুল কাদের জ্বিলানী (রহঃ) সুন্নিয়া ফ্রি ফোরকানিয়া মাদ্রাসার উদ্ভোধন দক্ষিণ হালিশহর আকমল আলী সমূদ্র ঘাটে আগুনে পুড়েছে ৩৫ দোকান ঘর পাহাড়তলী থানার অভিযানে একটি দোনলা বন্দুকসহ দুইজন সন্ত্রাসী গ্রেফতার। সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রেস রিলিজ

 

পবিত্র মাহে রমজান মাসে ট্রাফিক-দক্ষিণ বিভাগের আওতাধীন এলাকায় যানজট নিরসন সংক্রান্তে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রেস রিলিজ

প্রেস রিলিজ ঃঃ- সি এম পি ১৭ই এপ্রিল

পবিত্র মাহে রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষে নগরীর বিভিন্ন মার্কেট কেন্দ্রিক যানজট নিরসনে গত ২৯/০৩/২০২২খ্রিঃ ও ৩০/০৩/২০২২খ্রিঃ তারিখ বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সংগঠন /সমিতি, হকার্স নেতৃবৃন্দ এবং বিভিন্ন পরিবহন মালিক/শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ),সিএমপি,চট্টগ্রাম-এর ’’মতবিনিময়’’ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় মাহে রমজান মাসে বিভিন্ন মার্কেট/বাজার কেন্দ্রিক যানজট নিরসন’সহ ক্রেতা-বিক্রেতা ও নগরবাসীর ভোগান্তি লাঘব এবং নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে নিম্মোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয় । গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের নিমিত্তে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত ট্রাফিক ব্যবস্থাপনায় প্রণীত নিম্মোক্ত নির্দেশনাসমূহ রমজান মাসে অনুসরণের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

০১। পবিত্র রমজান মাসে খাতুনগঞ্জগামী মালবাহী ট্রাক/কাভার্ডভ্যানগুলো টেরিবাজার রোড দিয়ে প্রবেশ না করে জেল রোড (শাহ আমানত মাজার রোড) দিয়ে খাতুনগঞ্জে প্রবেশ করবে এবং লোড-আনলোড শেষে সকল গাড়ী মেরিন ড্রাইভ রোড দিয়ে বের হয়ে যাবে। তাছাড়া নগরীর টেরিবাজার ও হাজারি গলির মুখে যানজট নিরসনে টেরিবাজার মেইন রোড গ্যাপ বন্ধ রাখা হবে এবং টেরিবাজার রোডে সকল ধরণের ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

০২। চাকতাইগামী মালবাহী সকল ট্রাক/ কাভার্ডভ্যানগুলো রাজাখালী রোড দিয়ে প্রবেশ করবে এবং লোড-আনলোড শেষে সকল গাড়ী চাকতাই রোড ব্যবহার করে মেরিন ড্রাইভ রোড দিয়ে হয়ে বের হয়ে যাবে।

০৩। গরিবুল্লাহ শাহ মাজার কেন্দ্রিক দুরপাল্লাগামী এসি বাসগুলো স্কুল চলাকালীন জাকির হোসেন রোড ব্যবহার না করে বায়েজিদ লিংক রোড ব্যবহার করবে এবং যাত্রী উঠানামার জন্য প্রতি কাউন্টারের সামনে একটি বাস ১০ মিনিটের বেশী সময় দাঁড়াতে পারবে না। সকাল ০৮.০০ ঘঃ হতে রাত ২০.০০ ঘটিকার মধ্যে আন্তঃ জেলা কোন নন-এসি বাস শহরের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। তাছাড়া কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান হতে ঢাকা বা দুরবর্তী জেলার যাত্রীবাহী বাসগুলো বায়েজিদ লিংক রোড দিয়ে চলাচল করবে।

০৪। রমজান ও ঈদ’কে সামনে রেখে কোন অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া ঈদের ছুটিকে সামনে রেখে অস্থায়ীভাবে কাউন্টার/মৌসুমী কাউন্টার স্থাপন করে টিকেট বিক্রি করা যাবে না।

০৫। ঈদ’কে সামনে রেখে স¦ল্প পাল্লার ( সিটি সার্ভিস/টাউন সার্ভিস) বাস দিয়ে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করা যাবে না।

০৬। নগরীর সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং বা যাত্রী উঠানামা করা যাবে না এবং অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৭। নগরীর মার্কেট কেন্দ্রিক সকল ধরণের মালামাল লোড-আনলোড রাত ১২.০০ ঘঃ হতে সকাল ০৭.০০ ঘটিকার মধ্যে সম্পন্ন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের বাহিরে কোন মালামাল লোড-আনলোড করা যাবে না।

০৮। পবিত্র রমজান মাসে প্রত্যেক মার্কেটের সামনে আগত ও গমনাগমনকৃত যানবাহন ব্যবস্থাপনা ও যানজট নিরসনে মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি কর্তৃক পর্যাপ্ত সংখ্যক জনবল বা সিকিউরিটি নিয়োগপূর্বক তাদের কার্যক্রম তদারকি করতে হবে।

পবিত্র রমজান মাসে নগরীর যানজট নিরসনসহ নিরবিচ্ছিন্ন চলাচলে নগরবাসী’সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com