শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  অভয়নগরে বিএনপি নেতা ফ,ম মোশাররফ হোসেন এর ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত।  জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না -ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম ৩৮ নং ওয়ার্ড কলসি দীঘির পাড় শাখা জিয়া জাগরণ পরিষদ এর শুভ উদ্ভোধন আলোচিত জসিম উদ্দিন হত্যামামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ। বাঙ্গালি জাতি মুক্তির জন্য যে সংগ্রাম করেছিল তা ইতিহাসে সংরক্ষণ করতে হবে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে বিজয় দিবস উদযাপিত খাগড়াছড়িতে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত চোরাই তেল ক্রয়-বিক্রয় ও ডিবি পুলিশের ক্যাশিয়ার পরিচয়ে আলি গ্রেফতার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৭৫.২৫ কোটি টাকার চেক মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর।

আকবরশাহ থানা পুলিশ কর্তৃক ১৫টি সাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার – ২

 

আকবরশাহ থানা পুলিশ কর্তৃক ১৫টি সাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার – ২

প্রেস বিজ্ঞপ্তিঃ সিএমপি ১২ই এপ্রিল

আকবরশাহ থানায় ০৫টি সাজা পরোয়ানা, ০১টি সিআর পরোয়ানা ও সিএমপি ডবলমুরিং থানায় ০১টি সি আর সাজা পরোয়ানাভুক্ত সর্বমোট ০৭টি পরোয়ানাভুক্ত (০৬টি সাজা পরোয়ানা, ০১টি পরোয়ানাভুক্ত) আসামি ১) মোঃ মুহিব খান(৬০), পিতা মুজিব খান, মাতা নাসিমা খান, ব্যবস্থাপনা পরিচালক, পোর্ট সিটি বিল্ডার্স লিমিটেড, রেজিস্টার অফিস, মসজিদ মার্কেট (১ম তলা), পূর্ব ফিরোজশাহ্ কলোনী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম

এবং আকবরশাহ থানায় ০৫টি সাজা পরোয়ানা, ০১টি সিআর পরোয়ানা, ডবলমুরিং থানায় ০২টি সাজা পরোয়ানা ভুক্ত সর্বমোট ০৮টি পরোয়ানাভুক্ত (০৭টি সাজা পরোয়ানা, ০১টি পরোয়ানাভুক্ত) আসামী ২) দিলশাদ বেগম(৪০), স্বামী-মুহিব খান, সাং-পূর্ব ফিরোজশাহ্ কলোনী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম’দ্বয়কে দীর্ঘদিনের প্রচেষ্টায় আত্মগোপনের অবস্থান সনাক্ত পূর্বক চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন শীতলপুর এলাকা হইতে আকবরশাহ থানার এসআই(নিঃ)/ অর্ণব বড়–য়ার নেতৃত্বে এএসআই(নিঃ)/সাদ্দাম হোসেন, এএসআই(নিঃ)/ বেলায়েত হোসেন ১২/৪/২০২২খ্রিঃ তারিখ রাত ০১ঃ৩০ ঘটিকার সময় গ্রেফতার করেন।

আসামী মুহিব খান এর ০৬টি সাজা পরোয়ানার মধ্যে ০২টি সাজা পরোয়ানায় ১ বছর ১০ মাস সাজা এবং ২৩,৫২,০০০/-(তেইশ লক্ষ বায়ান্ন হাজার) টাকা জরিমানার কথা উল্লেখ আছে। দিলশাদ বেগম এর ০২টি সাজা পরোয়ানয় ১ বছর ১০ মাস অনাদায়ে ২৩,৫২,০০০/-(তেইশ লক্ষ বায়ান্ন হাজার) টাকা জরিমানার কথা উল্লেখ আছে। অবশিষ্ট গ্রেফতারি পরোয়ানায় সাজার পরিমাণ উল্লেখ নেই। আসামীদ্বয়কে গ্রেফতারি পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আসামীদ্বয় ডেভেলপার ব্যবসা করত। উক্ত ব্যবসায় প্লট/ফ্ল্যাট নির্মাণের জন্য বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড এর নিকট ১,২০,০০০,০০০/- মালামাল সরবরাহ বাবদ ঋণ গ্রহণ করে। পরবর্তীতে বিভিন্ন কিস্তিতে উক্ত ঋণের টাকা গ্রহণ পূর্বক পরিশোধ না করায় চেকের বিপরীতে ব্যাংক কর্তৃপক্ষের মামলা দায়েরের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। আসামীদ্বয় চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবস্থান করে।


সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানাঃ
১) মোঃ মুহিব খান(৬০), পিতা মুজিব খান, মাতা নাসিমা খান, ব্যবস্থাপনা পরিচালক, পোর্ট সিটি বিল্ডার্স লিমিটেড, রেজিস্টার অফিস, মসজিদ মার্কেট (১ম তলা), পূর্ব ফিরোজশাহ্ কলোনী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম।
২) দিলশাদ বেগম(৪০), স্বামী-মুহিব খান, সাং-পূর্ব ফিরোজশাহ্ কলোনী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম।

আকবরশাহ্ থানায় আসামী মোঃ মুহিব খান এর পিসি/পিআরঃ
১। দায়রা-৫৩৬৫/১৫, সিআর-৩৬৭/১৫, ধারা-এন আইএ্যাক্ট এর ১৩৮। (সাজা পরোয়ানা) সাজার পরিমান-১০ মাস অনাদায়ে ১০,৭৯০০০ টাকা জরিমানা।
২। দায়রা-৩০০২/১৪, সিআর-১৬০/১৪, (সাজা পরোয়ানা)
৩। দায়রা-২৬৬৮/১৬, সিআর-৩৭১/১৫, ধারা-এনআইএ্যাক্ট এর ১৩৮।(সাজা পরোয়ানা)
৪। দায়রা-৬২৪২/২০১৬, সিআর-২৪/১৬, ধারা-এনআইএ্যাক্ট এর ১৩৮।(সাজা পরোয়ানা)
৫। দায়রা-১০৩১২/২০১৮, সিআর-৩৩৮/২০১৮, ধারা-এনআইএ্যাক্ট এর ১৩৮।(সাজা পরোয়ানা) সাজার পরিমান- ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ১২,৭২,০০০/-টাকা অর্থদন্ড।
৬। সিআর-৩১২/১৮, টিআর-৬৩২/১৮, ধারা-৪২০ দঃবি। (পরোয়ানা)

আকবরশাহ্ থানায় আসামী দিলশাদ বেগম এর পিসি/পিআরঃ
১। দায়রা-১০৩১২/২০১৮, সিআর-৩৩৮/২০১৮, ধারা-এনআইএ্যাক্ট এর ১৩৮। (সাজা পরোয়ানা) সাজার পরিমান- ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ১২,৭২,০০০/-টাকা অর্থদন্ড।
২। দায়রা-৫৩৬৫/১৫, সিআর-৩৬৭/১৫, ধারা-এন আইএ্যাক্ট এর ১৩৮। (সাজা পরোয়ানা) সাজার পরিমান-১০ মাস অনাদায়ে ১০,৭৯০০০ টাকা জরিমানা।
৩। দায়রা-১০৩০৭/১৮, সিআর-৩৩৯/১৮।(সাজা পরোয়ানা)
৪। দায়রা-২৬৬৮/১৬, সিআর-৩৭১/১৫, ধারা-এনআইএ্যাক্ট এর ১৩৮।(সাজা পরোয়ানা)
৫। দায়রা-৬২৪২/১৬, সিআর-২৪/১৬, ধারা-এনআইএ্যাক্ট এর ১৩৮/১৪০।(সাজা পরোয়ানা)
৬। সিআর-৩১২/১৮, টিআর-৬৩২/১৮, ধারা-৪২০ দঃবিঃ। (পরোয়ানা)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com