মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
মুজিব বর্ষ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। প্রধান অতিথি সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
প্রেস বিজ্ঞপ্তি ঃ –
কংগ্লোমারেট কেডিএস (KDS) এর পৃষ্ঠপোষকতা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ব্যবস্থাপনায় মুজিব বর্ষ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরমিন জাহান, সভানেত্রী, পুনাক, সিএমপি, চট্টগ্রাম ও ব্যবস্থাপনা পরিচালক, কেডিএস জনাব সেলিম রহমান। বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত এই প্রতিযোগিতায় সিএমপিতে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় সেখানে উপ পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর, বিপিএম সহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।