Channel69tv.net.bd
- শুক্রবার ৪ মার্চ, ২০২২ / ৮৩ জন দেখেছে
চট্টগ্রামের ইপিজেড এলাকায় হোসেন কমপ্লেক্সের চতুর্থ তলায় সাজ গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মোঃ শাহরিয়ার রিপন চট্টগ্রাম ঃ-
শুক্রবার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।
তিনি বলেন, হোসেন কমপ্লেক্সের ৪র্থ তলায় আগুন লাগার খবর পাই দুপুর সাড়ে ১২টার দিকে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ৫ ইউনিটের ১২টি গাড়ি কাজ করছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর দুইটার দিকে।
তিনি আরও বলেন, কীভাবে আগুন লাগছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক সর্ট সার্কট থেকে আগুন লাগার সম্ভবনা থাকতে পারে। আগুনে কতো টাকার ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।