বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
মহানগর গোয়েন্দা শাখা (উত্তর), সিএমপি, চট্টগ্রাম কর্তৃক আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ডাকাত সর্দার শহীদুল প্রঃ ডাকাত মাসুদ গ্রেফতার।
ডেক্স নিউজ ঃ-
অপরাধ নিবারন ও প্রতিরোধ কল্পে উপ-পুলিশ কমিশনার, মহানগর গোয়েন্দা শাখা (উত্তর) জনাব মুহাম্মদ আলী হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম এর নির্দেশে এবং সহকারী পুলিশ কমিশানর, মহানগর গোয়েন্দা শাখা (উত্তর) জনাব মোঃ কামরুল হাসানের দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরিফুর রহমানের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশ দল পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে আন্তঃজেলা ডাকার দলের সক্রিয় ডাকাত সর্দার শহিদুল ইসলাম প্রকাশ ডাকাত মাসুদ প্রকাশ মাসুম, পিতা- মৃত ফজল হক, পালক পিতা- মনির আহাম্মদ ডিলার, সাং- চর চান্দিয়া, থানা- সোনগাজী, জেলা- ফেনীকে ইং ১৫/০২/২০২২খ্রিঃ তারিখ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় এবং রেকর্ডপত্র অনুসন্ধানে বেরিয়ে আসে ডাকাত মাসুদের অপরাধের সাতকাহন। বিগত ২০০৫ সাল থেকে সংঘবদ্ধ ডাকাতচক্রের সাথে চৌদ্দগ্রাম, সোনাগাজী, চরজব্বর, ফেনী সদর, দাগনভুঞা থানা সহ বিভিন্ন জেলায় ডাকাতি সহ সম্পত্তি সংক্রান্ত অপরাধের সাথে জড়িত ও ওয়ারেন্টভুক্ত ডাকাত। উপ-পুলিশ কমিশনার, মহানগর গোয়েন্দা শাখা (উত্তর) জনাব মুহাম্মদ আলী হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম জানান
শহিদুল ইসলাম প্রকাশ ডাকাত মাসুদ একজন সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। উক্ত ডাকাত মাসুদ সহ তদন্তের স্বার্থে নাম অপ্রকাশিত ডাকাত সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবস্থান করে পাশর্^বর্তী জেলা সমূহে ডাকাতি সহ সম্পত্তি সংক্রান্ত অপরাধ করে বেড়ায়। ইতোমধ্যে তার বিরুদ্ধে ১। দায়রা ৯৬/১০, ধারাঃ ৪৫৮/৩৮০ দঃবিঃ, ২। চৌদ্দগ্রাম থানার মামলা নং- ৪০(১২)১৬, ধারাঃ ৩৯৫/৩৯৭/৪১২দঃবিঃ, ৩। দাগনভূইয়া থানার মামলা নং ১০(৭)১৫, ধারাঃ ৩৯৫/৩৯৭/৪১২দঃবিঃ, ৪। চৌদ্দগ্রাম থানার মামলা নং- ২৮(০৬)০৯, ধারা ঃ ৩৯৫/৩৯৭/৪১২দঃবিঃ, ৫। দায়রা-৯৬/১০ ধারাঃ ৪৫৮/৩৮০দঃবিঃ, ৬। সোনাগাজী থানার মামলা নং- ০৪(১২)১৪, ধারাঃ ৩৯৫/৩৯৭/৪১২দঃবিঃ, ৭। চর জব্বর থানার মামলা নং- ০৩(১২)১৯, ধারাঃ ৩৯৯/৪০২ দঃবিঃ, ৮। চৌদ্দগ্রাম থানার মামলা নং- ৩৭(০৫)০৯, ৯। চৌদ্দগ্রাম থানার মামলা নং- ২৮(৬)০৯, ধারাঃ ৩৯৫/৩৯৭ দঃবিঃ, ১০। দায়রা ৩৭১/১৩, ধারাঃ নাই, ফেনী সদর ১১(৮)১২, ১১। দায়রা ১২৮/০৯, ধারাঃ ৩৯৫/৩৯৭দঃবিঃ, ১২। সোনাগাজী থানার মামলা নং- ০৩(০২)০৫, ১৩। চৌদ্দগ্রাম থানার মামলা নং- ০১(০৫)০৯, ১৪। সোনাগাজী থানার মামলা নং- ০৮(১২)১৯, ধারাঃ ৩৭৯/৪৪৭/১৪৩/৩২৩/৫০৬ দঃবিঃ মামলা সমূহের জিআর ওয়ারেন্ট সোনাগাজী থানায় মুলতবী রয়েছে। ফেনী জেলা পুলিশের সাথে সমন্বয় করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন সহ আইনী প্রক্রিয়া চলমান।