শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
চট্রগ্রাম মহানগরের পতেঙ্গা থানাধীন সী-বীচ চরপাড়া এলাকাস্থ নতুন এসএপিএল পার্কিং এর উত্তর পাশে রাজুর জুয়ার স্পট হতে ২২ জুয়াড়ি কে গ্রেফতার করেছে ডিবি পুলিশের ১৭ নং টিম ।
ডেক্স নিউজ ঃঃঃ–
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব নোবেল চাকমা’র সার্বিক তত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ১৭ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানাধীন সী-বীচ চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ প্যাকেট তাস ও নগদ ৩১,৪৪০(একত্রিত হাজার চারশত চল্লিশ) টাকাসহ ২২(বাইশ) জন জুয়াড়ি’কে আটক করেন।
পতেঙ্গা থনায় জুয়া আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।