বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সদরঘাট থানার উদ্যোগে থানা কম্পাউন্ডে সিটিজেনস্ ফোরাম কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। অর্থনীতিতে ফিশারিজ ডিপার্টমেন্টের অবদানের সুযোগ রয়েছে -সিভাসু উপাচার্য পতেঙ্গায় পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হালিশহরের প্রস্তুতি ফুটবল ম্যাচে অনুর্ধ্ব -১৫ টিম জিতেছে নওয়াপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত।  চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ জন সদস্য গ্রেফতার ৪ টি মোটরসাইকেল উদ্ধার অভয়নগরে আরাফাত রহমান কোকো স্বৃগি ফুটবল ট্রুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  অভয়নগরে বিএনপি নেতা ফ,ম মোশাররফ হোসেন এর ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত।  জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না -ধর্ম উপদেষ্টা

এম কে ফাই‌ন্ডেশনের উ‌দ্যো‌গে মা ও শিশু হাসপাতা‌লের ৪র্থ শ্রেনীর কর্মচারী‌দে‌রকে খাদ্য সামগ্রী বিতরণ।

 

 

মোঃ শাহরিয়ার রিপন বিশেষ প্রতিনিধি ঃঃ-

মহামারী ক‌রোনা বিপর্য‌য়ে এম কে রহম‌ান ফাউ‌ন্ডেশনের প্র‌তিষ্টাতা মো: তৌ‌ফিকুর রহমান তু‌হি‌নের সা‌র্বিক সহ‌যোগীতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা‌লের ৪র্থ শ্রেণীর ৬৫০ জন কর্মচারী‌র মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার ১১ মে ২১ ইং দুপুর ১ টা সময় নগরীর চট্টগ্রাম ম‌া ও শিশু হাসপাতা‌লের কনফারেন্স হলে এ অনুষ্টা‌নে আ‌য়োজন করা হয়।
চট্টগ্রাম মা শিশু হাসপাতা‌লের উপ প‌রিচালক ডা: আশরাফুল ক‌রিমের সঞ্চালনায় হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপ‌তি সৈয়দ মোর‌শেদ হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে অনুষ্টা‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন নগরীর ১৫ নং বাগমুনিরাম ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর ও চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশনের প্যা‌নেল মেয়র গিয়াস উ‌দ্দিন।

উ‌দ্বোধক হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা‌লের প‌রিচালনা প‌রিষ‌দের দাতা সদস্য এবং ক‌রোনা ম্যা‌নেজ‌মেন্ট সে‌লের ভাইস চেয়ারম্যান ই‌ঞ্জি: মো: জা‌বেদ আবছার চৌধুরী।

বিশেষ অতিথি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প‌রিচালনা প‌রিষ‌দের ট্রেজারার মোঃ রেজাউল করিম আজাদ, প‌রিচালনা প‌রিষ‌দের সদস্য এড: আহছানউল্লাহ ও মোঃ ছ‌গির, হাসপাতালের প‌রিচালক প্রশাসন ডা: নুরল হক, এম কে রহমান ফাউন্ডেশন (স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রম) উপদেষ্টা ডা: মো: কামরুল হাসান।
এ‌তে অন্যান্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন হাসপাতা‌লের উপ প‌রিচালক এম মোশারফ হো‌সেন, জাতীয় শ্রমিকলীগের চকবাজার থানা সভাপ‌তি দেবাশীষ চৌধুরী দেবু, চট্টগ্রাম মহানগর ছাত্রলী‌গের সা‌বেক সদস্য আহিল সিরাজ, এম কে রহমান ফাউন্ডেশন এর অপারেশন টিম ম্যানেজার সুমন রেজা, তানভীর সুজন, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম, খোকন মাহি।

 

বন্টন কা‌র্যে সহ‌যোগীতা ক‌রেন হাসপাতা‌লের কর্মচারী ইউ‌নিয়‌নের পক্ষ‌ থে‌কে মো: বেলাল আহমেদ, মো: দে‌লোয়ার হো‌সেন, রতনা বালা, মো জামাল আহ‌মেদ, মো কামরুজ্জামান, মো ছা‌বের আহ‌মেদ, কাজী মো: আ‌নোয়ার সহ প্রমুখ।

প্রধান অ‌তি‌থির বক্তব্যে গি‌য়াস উ‌দ্দিন ব‌লেন ক‌রোনা কা‌লে এম কে ফাউ‌ন্ডেশ‌নের এমন উ‌দ্যো‌গে নিঃস‌ন্দেহ ই‌তিবাচবক দিক। সামা‌জের বিত্তবান‌দের‌কে এধর‌নে মান‌বিক কা‌জে এ‌গি‌য়ে আসার আহ্বান জানান।

সভাপ‌তির বক্ত‌ব্যে এম মোর‌শেদ হো‌সেন ব‌লেন ক‌রোনা কা‌লে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শতভাগ চি‌কিৎসা নি‌শ্চিত কর‌তে গুরুত্ব পূর্ণ ভূ‌মিকা রাখ‌ছে। এমতাবস্থায় মা ও শিশু হাসপাতা‌লের ৪র্থ শ্রেণীর কর্মচারী‌দের সহায়তার হাত বা‌ড়ি‌য়ে দেওয়ার জন্য এম কে ফাউ‌ন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বি‌শেষ অ‌তি‌থির ব‌ক্তব্যে এম রেজাউল ক‌রিম আজাদ ব‌লেন মান‌বিকতার বড় অবদান রাখ‌ছেন এম কে ফাউ‌ন্ডেশন। মান‌বিক সেবায় তা‌দের কার্যক্রম অব্যহত রাখার আহ্বাবন জানান।
উ‌দ্বোধ‌কের বক্তব্য ইঞ্জি: মো: জা‌বেদ আবছার চৌধুরী ব‌লেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা‌লের ৪র্থ শ্রেনীর কর্মচারী‌দের‌কে মহামারী ক‌রোনা প্রক্কা‌লে সহায়তার হাত বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ এম কে ফাউ‌ন্ডেশন অন্যান্য দৃষ্টান্ত স্থ‌াপন করে‌ছেন। তি‌নি আরও ব‌লেন মোঃ তৌ‌ফিকুর রহমান তু‌হি‌নের পিতার মৃত্যুর পর সমাজ বি‌র্নিমা‌নে এই তরুন সংগঠক যে ভূ‌মিকা রেখে যা‌চ্ছেন তা স‌ত্যিই বিরল। তি‌নি এম কে ফাউ‌ন্ডেশন উত্তরোত্তর সফলতা কামনা ক‌রেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com