বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
নওয়াপাড়ায় প্রাইভেট-কার থেকে ৪৬৩ পিস ফেনসিডিল উদ্ধার
শেখ আলী আকবার সম্রাটঃ
আজ সোমবার রাতে নওয়াপাড়া বেঙ্গল গেট এলাকা থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা ঢাকা মেট্রে-ব ১২-২৯০৬ নম্বরের একটি প্রাইভেটকার বেশ কিছু পাখি ভ্যান ও মোটর সাইকেলকে ধাক্কা দিলে, ফরহাদ নামের অপর একজন মোটরসাইকেল চালক গাড়িটিকে ধাওয়া করলে নওয়াপাড়া স্বাধীনতা চত্বর মোড়ে থাকা জনতাদের সাহায্যে গাড়ি টিকে আটক করা হয়।
পরে অভয়নগর থানায় জানালে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম ও তদন্ত ওসি মিলন কুমার মণ্ডল সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে এসে গাড়ি তল্লাশী করে ৪৬৩টি পিছ ফেনসিডিল উদ্ধার করে।
উদ্ধারকৃত ফেনসিডিল ও প্রাইভেট কারটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এবিষয়ে ওসি তাজুল ইসলাম জানান, আমরা প্রাথমিক ভাবে গাড়ি ও গাড়ির ভেতরে থাকা ফেনসিডিল উদ্ধার করেছি তবে গাড়িটি চালককে আটক করা সম্ভব হয়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।