বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
দূর্ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
শেখ আলী আকবার সম্রাটঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদারপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর ফের খুলনার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে ৷
আজ মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিটে এ পথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে রাত ১টা ৪০ মিনিটে দূর্ঘটনাটি ঘটে।
রেলের পশ্চিম জোনের পাকশী বিভাগের সহকারী ট্রাফিক অফিসার আব্দুস সোবহান জানান, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি মালবাহী একটি ট্রেনের সাথে বিপরীত দিক থেকে খুলনা থেকে আসা অপর মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে একটি ট্রেনের ইঞ্জিন ও চারটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হলে স্টেশন এলাকায় তেল ছড়িয়ে পড়ে।
এরপর থেকে খুলনার সাথে ঢাকা, রাজশাহী দৌলতদিয়া ঘাটসহ সব লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।