বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:২০ অপরাহ্ন
ঘটনাস্থ ইপিজেড আকমল আলী রোড
বন্ধুর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে বখাটে যুবক আটক
নিজস্ব প্রতিবেদকঃ
নগরীর ইপিজেড থানাধীন আকমল রোড এলাকায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ ও ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগে মোঃ রবিউল ইসলাম (২২) নামে এক বখাটে যুবক কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব৭)।
রোববার ১৩ সেপ্টেম্বর তাকে আটকের বিষয়টি র্যাবের পক্ষ থেকে নিশ্চিত করেছেন র্যাব-৭এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান মামুন। তিনি আরো জানাই, ইপিজেড থানাধীন আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় অভিযান চালিয়ে রবিউল(২২) কে আটক করা হয় । সে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন আলগীবাজার এলাকার মোঃ জামাল খানের ছেলে। সে দীর্ঘদিন উত্তর পতেঙ্গাস্থ স্টিলমিল বাজার এলাকায় বসবাস করতো বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
র্যাব-৭এর ’মিডিয়া অফিসার মাহমুদুল হাসান মামুন বলেন, বন্ধুর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে বখাটে মো. রবিউল ইসলামকে আটকের পরে নিকটস্থ ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়েছে। রবিউল ধর্ষণের কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছে।