শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
বন্দর এনএসআই এর তথ্যের ভিত্তিতে পরিবেশ বিধ্বংসী শিপ ব্রেকিং করার অপরাধে জাহাজ মালিককে জরিমানা ।
০৮/০৯/২০২০ ইং ১৩.০০ ঘটিকায় চট্টগ্রাম বন্দর সংলগ্ন পতেঙ্গা এলাকায় বিনা অনুমোদনে শিপ ব্রেকিং করার অপরাধে জাহাজ মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেন চট্টগ্রাম বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ই।
চট্টগ্রাম বন্দর এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ুই ঘটনাস্থলে গিয়ে “এমভি গোলাম রহমান “নামের জাহাজটিকে ভাঙতে দেখেন।
জাহাজের মালিকের নাম মোঃ ইউসুফ হোসেন।
তার গ্রামের বাড়ি বরিশাল।
ঘটনাস্থল থেকে জাহাজ মালিকের প্রতিনিধি ও দু’জনকে ক্রেন চালককে আটক করে নিয়ে আসা হয়।
প্রতিনিধির নামঃ
মোঃ এনায়েত, বয়সঃ৫০, ঠিকানাঃ বাবুগঞ্জ, বরিশাল।
ক্রেন চালক মোহাম্মদ আবুল কালাম, বয়সঃ ২৭, ঠিকানাঃ হাতিয়া,নোয়াখালী।
সহকারী ক্রেন চালক মোহাম্মদ
রায়হান, বয়সঃ ২৪,
ঠিকানাঃ হাতিয়া, নোয়াখালী।
জাহাজভাঙা শিল্পে নিয়ম-নীতির তোয়াক্কা না করে তারা দীর্ঘদিন যাবত এ কাজ করে আসছিল যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ পরিবেশ অধিদপ্তর হতে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য জাহাজটি গত ২১/০৬/২০২০ইং চট্টগ্রাম থেকে যশোর নোয়াপাড়া যাচ্ছিল ভুট্টা নিয়ে।
চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজটির তলা ফেটে গেলে জাহাজটি কাটার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়।