শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
“২৯ফেব্রুয়ারী থেকে ২১শে মার্চ”
বন্দর ইপিআই জোনে হাম-রুবেলা ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তীর খবরঃ ৫ফেব্রুয়ারী
বন্দর ইপিআই জোন কর্তৃক আয়োজিত মাসিক সমন্বয় সভা এবং আসন্ন হাম-রুবেলা ক্যাম্পেইন’ ২০২০ উপলক্ষে প্রস্তুতি সভা ৪ ফেব্রুয়ারী ,মঙ্গলবার দুপুরে বন্দর ইপিআই জোন (বন্দরটিলা )অফিসে অনুষ্ঠিত হয়।সভায় রুটিন টিকা নিয়মিত সহ আসন্ন হাম-রুবেলা ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক আলোচনা করেন জোনাল মেডিক্যাল অফিসার ডাঃহাসান মুরাদ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন-মমতার সার্ভিস প্রোমোট অফিসার মোঃ মোরশেদ আলম, ৩৮ ও ৪১নং ওয়ার্ডের আরবান স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক প্রতিনিধি বক্তব্য রাখেন।
এসময় জোনের আওতাধীন ২৬,৩৭,৩৮,৩৯,৪০ ও ৪১নং ওয়ার্ডের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,ক্লাব-সংগঠন/সমিতির প্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি,স্বেচছাসেবক প্রতিনিধি,সাংবাদিক প্রতিনিধি, চিকিৎসক,স্বাস্থ্য সহকারী এবং টিকা সমন্বয়কারীগন সভাতে উপস্থিত ছিলেন বলে টিকা টেকনিশেয়ান বাবু মৃনাল দাশ সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।
জোন সূত্রে আরো জানাই,আগামী ২৯ফেব্রুয়ারী থেকে ২১শে মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান,লোকাল কমিউনিটি,স্থায়ী ক্লাব/সংস্থা-সংগঠন এবংস্বাস্থ্য কেন্দ্রে সমূহে(হাম এবং রুবেলা ভাইরাস জনিত দুটি মারাত্মক সংক্রামক রোগের) টিকা ০৯মাস বয়সী থেকে ১০বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে প্রদান করা হবে।
ছবি ও খবর—প্রদানে, হোসেন বাবলা, ইপিজেড-চট্টগ্রাম।