শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
নগরীর ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া করোনা মুক্ত।
মোঃ শাহরিয়ার রিপন ঃঃ –
গত ১১-ই আগস্ট তিনি করোনা নমূনা পরিক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। এর আগে গত ২৩ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব কর্তৃক জানতে পারেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। ২য় দফায়
গত ৪ আগস্ট নমুনা পরীক্ষায় আবারও ফলাফল করোনা পজেটিভ।
ওসি উৎপল বড়ুয়া নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিয়েছিলেন।
করোনা মুক্ত হবার পর উৎপল বড়ুয়া বলেন, সকলের দোয়া ও আর্শিবাদে কর্মজীবনে মানুষের যে ভালবাসা পেয়েছি তা কোনদিনও ভুলতে পারবো না। আমি কৃতজ্ঞ যারা আমার করোনা পজেটিভ
জানার পর, মসজিদে দোয়া করেছেন, মন্দিরে প্রার্থনা করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে আমার খোঁজ খবর রেখেছেন।
উল্লেখ্য লকডাউনের শুরু থেকেই করোনাকালীন সময় ছাড়াও ক্লান্তিহীন এক যোদ্ধার নাম উৎপল বড়ুয়া, ইস্পাত কঠোর মনোবল নিয়ে একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে মানুষকে করোনামুক্ত রাখতে ক্লান্তিহীন ছুটে চলা তার। দরিদ্র ও অসহায় মানুষের ফোন আসা মাত্রই ত্রান নিয়ে নিজেই গিয়ে হাজির । সবাইকে নিরাপদে রাখতে সামাজিক দুরত্ব বজায় রাখতে সচেতনতার লক্ষে ব্যাপক প্রচার-প্রচারনা লিপলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। লকডাউনে থাকা পরিবারদের নিয়মিত খোঁজ খবর রাখাসহ এই কঠিন সময়ে এলাকার অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর কর্মতৎপরতা ব্যাপক প্রশংসিত।
ছেলে ধরার গুজব রটিয়ে মানুষ হত্যার বিরুদ্ধে তিনি শক্ত হাতে মাঠে থেকে মানুষকে সচেতন করেছেন। নিয়মিত বিট পুলিশিং এর মাধ্যমে এলাকাবাসীর সমস্যার সমাধান দিয়েছেন। গত ২ বছরে পতেঙ্গাবাসীর হৃদয়ে একজন সত্যিকারে আইনের রক্ষক হয়ে অফুরন্ত স্নেহ,মমতা,ভালবাসা অর্জন করেন উৎপল বড়ুয়া দিপু।