শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
জনজট কমাতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন নবাগত চ.সি.ক প্রশাসক খোরশেদ আলম সুজন।
চট্টগ্রাম- ১০ আগস্ট ২০২০ইংরেজি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে আজ চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডের রেয়াজউদ্দিন বাজার সংলগ্ন ফুট ওভারব্রীজের নিচ থেকে অবৈধ দোকানসহ আশপাশের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত ও ফুটওভারব্রীজের নিচের অংশ অবৈধ দখলমুক্ত করা হয়। একই অভিযানে নগরীর দেওয়ানহাটস্থ সিটি কর্পোরেশনের মালিকানাধীন পোর্ট সিটি কমপ্লেক্সের অভ্যন্তরের করিডোর থেকে দোকানের মালামাল অপসারন করে লোকজন চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দেখা যাচ্ছে।