শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
গাড়িকে সাইড না দিয়ে মাস্তানি করায় কথিত “অপু ভাই” পুলিশের হাতে আটক।
ডেক্স নিউজঃ
প্রকৌশলি মেহেদি হাসান রবিন তার নিজের গাড়ি করে যাচ্ছিলো, সাথে তার ২-৩ জন বন্ধুও ছিলো। রাস্তা অবরোধ কথিত “অপু ভাই”য়ের গ্রুপ উচ্ছৃঙ্খলতা করছিলো। রবিন রাস্তা আটকানো দেখে হর্ন বাজায়। হর্ন বাজানোর কারনে উচ্ছৃঙ্খলর “অপু ভাই”য়ের সমর্থকরা মেহেদি হাসান কে অশালীন ভাষায় গালাগালি করতে থাকে। এক পর্যায়ে মেহেদি হাসান গাড়ি থেকে নেমে তাদের কে রাস্তা ছাড়তে বললে তারা তার উপর চড়াও হয়ে তাকে এবং তার বন্ধুদের মারধর করে। এতে মেহেদী হাসান এবং তার দুই বন্ধু গুরতর আহত হয়।
পরবর্তিতে মেহেদি হাসান বিষয়টি মুঠোফোনে উত্তরা থানাকে অবগত করে। এবং পুলিশ তৎখনাত “অপু ভাই” কে গ্রেফতার করে। এবং তার সমর্থকরা সেইখান থেকে পালিয়ে যায়।