বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
এনএসআই কর্তৃক অভিযান চট্টগ্রামে ২টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।
মোঃ শাহরিয়ার রিপনঃ-
অদ্য ২৭/০৭/২০২০ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন পশ্চিম মোহরা এলাকায় এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে, এনএসআই মেট্রো শাখার একটি টিম এর নেতৃত্বে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী ও এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখা যৌথ সমন্বয়ে অভিযান চালানো হয়।
এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার একটি দল অবৈধ গ্যাস সংযোগ লাইন ধরার লক্ষ্যে গত দুসপ্তাহ নজরদারি করে। তার পরিপ্রেক্ষিতে চান্দগাঁও থানাধীন এলাকায় দুইটি ভবনে ১৪ টি অনোনুমদিত গ্যাসের চুলার সন্ধান পাওয়া যায় যার মাধ্যমে সরকার বিপুল পরিমান রাজস্ব পাওয়া থেকে বঞ্চিত হয়। পরবর্তীতে অদ্য ২৭/০৭/২০২০ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন মোহরা, এলাকায় এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার একটি টিম এর নেতৃত্বে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ও এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখা কর্তৃক অভিযান পরিচালনা করে অতিরিক্ত চুলা ব্যবহার করার জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আইন অনুযায়ী বাড়ি দুইটির গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পুনরায় সংযোগ নিতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় হবে বলে জানা যায়।