শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
৫ দিন ব্যাপী সিডিএমএস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন।
প্রেসবিজ্ঞপ্তীঃ৪ফেব্রুয়ারী
গত ২রা ফেব্রুয়ারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশে ডিবি-পিআর ও আইসিটি শাখার তত্ত্বাবধানে দামপাড়া পুলিশ লাইন্সের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে উদ্বোধন করা হয় ০৫ দিন ব্যাপী সিডিএমএস প্রশিক্ষণ কর্মসূচি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) অনিন্দিতা বড়–য়া (পুলিশ সুপার) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর ও আইসিটি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক মহোদয়।
৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে এসআই থেকে সহকারী পুলিশ কমিশনার পর্যন্ত ১৩০জন পুলিশ সদস্য অংশগ্রহণ করবেন। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত ০২জন প্রশিক্ষকসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর ও আইসিটি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ প্রদান করবেন।