সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
অভয়নগরের সাবেক ফুটবলার ও দৈনিক নওয়াপাড়ার ব্যবস্হাপনা সম্পাদক বেল্লাল হেসেনের করোনায় মৃত্যু।
ডেক্স নিউজ ঃঃ-
অভয়নগরের সাবেক ফুটবলার ও দৈনিক নোয়াপাড়ার ব্যবস্থাপনা সম্পাদক বিল্লাল হোসেন করণা আক্রান্ত হয়ে আজ ভোর পাঁচ টায় সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৩ বছর। ১৮ জুন তার করোনা ভাইরাস পজিটিভ হয় এবং সেই দিনই তাকে মারাত্মক অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। মৃত বেল্লাল হোসেন একজন একজন ফুটবলার ও সাংবাদিক হওয়ার কারণে সে ছিল একজন জনপ্রিয় বেক্তি,তার মৃত্যুতে সাংবাদিক মহল ও অভয়নগরের মানুষের মনে আজ শোকের ছায়া।